জনপ্রিয় নেতা রিসেপ তাইয়েপ এরদোগানের স্মরণীয় জয়ে উল্লাসে মেতেছে ফিলিস্তিনও। রোববার (২৮ মে) রাতে উৎসবের নগরীতে পরিণত হয় গাজা উপত্যকায়। খবর রয়টার্সের।তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
নির্বাচনে নিজের এই বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেছেন, এই নির্বাচনে তুর্কি জয় পেয়েছে, আমাদের গণতন্ত্র জয় পেয়েছে।
সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান ঐক্যের ওপর জোর দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে, রোববারের রান অফ ভোটের প্রকৃত বিজয়ীরা ৮৫ মিলিয়ন তুর্কি নাগরিক এবং তুর্কি গণতন্ত্র।
সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আমরাই একমাত্র বিজয়ী নই। এই নির্বাচনে তুরস্কের জয় হয়েছে, আমাদের গণতন্ত্র বিজয়ী হয়েছে। ’
তিনি বলেন, ‘আজ কেউ হারেনি। এখন সময় আমাদের জাতীয় লক্ষ্য এবং জাতীয় স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার। ’
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ২৯ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম