অর্থবছরের প্রস্তাবিত বাজেট মানুষের কষ্ট লাঘব করবে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় গণমাধ্যমের সঙ্গে এবারের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের কথা যদি বলেন, দ্রব্যমূল্য এখন বেশ কিছুক্ষেত্রে কমতে শুরু করেছে। আমরা আশা করছি, বাজেট এমনভাবে করা হয়েছে যে মানুষ কষ্টটা লাঘব হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
তিনি বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট প্রণয়ণ করা হয়েছে।
বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঢাকা,বৃহস্পতিবার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।