দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ এলুয়াড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিল সহ গোলাম রব্বানী (৩৫) নামে টেম্পু সহ এক ব্যক্তিকে আটক করেছেন।
গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রের সংবাদ পেয়ে এলুয়াড়ী ইউপির উষাহার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিল সহ এক জনকে আটক করেন। আটককৃত ব্যক্তি হলেন হাকিমপুর উপজেলার হাতিশা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মোঃ গোলাম রব্বানী। এই অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ী থানার এসআই মোঃ আরিফুল ইসলাম, এসআই বদিউজ্জামান, এ এসআই শাহানুর। মাদক সংক্রান্ত বিষয়ে এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২, তারিখ- ০১/০৬/২০২৩ ইং। ফুলবাড়ী থানার পুলিশ জানান মাদক চোরাকারবারীদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনভাবে ছাড় দেওয়া হবেনা।
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,বৃহস্পতিবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।