ভারতে ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে আড়াইশর কাছাকাছি পৌঁছে গেছে। আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি যাত্রী। শনিবার (৩ জুন) রাজ্যের একজন কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ওড়িশার ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি বলেন, ‘উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাস্থলে অনেকে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।’
দুর্ঘটনায় ৯০০ জনের বেশি আহত হয়েছেন বলে এএফপি জানিয়েছে।শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ওড়িষার বালেশ্বরের কাছে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে করমণ্ডল এক্সপ্রেক্স ও যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি পণ্যবাহি ট্রেন। পরপর তিনটি ট্রেনের সংঘর্ষ ভারতের রেল দুর্ঘটনার নিরিখে সচারচর দেখা যায় না।
ওড়িষা সরকারের তথ্য অনুযায়ী শনিবার (৩ মে) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৩৮ জন। আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি যাত্রী। তাদের মধ্যে ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ৫টি বগি থেকে যাত্রীদের উদ্ধার করা যায়নি। আশঙ্কা করা হচ্ছে সেসব বগির ভেতরের কেনো যাত্রী জীবিত নাও থাকতে পারেন। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে।এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২ লাখ রুপি এবং অল্প আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ০৩ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম