হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
আল্লামা ইয়াহিয়ার ব্যক্তিগত সহকারী মাওলানা হাবিব আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা,শনিবার ০৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।