বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, গ্যাস, কয়লা এবং তেলের যোগান দিতে আমাদের সময় লাগছে। লোডশেডিংয়ের আকার খানিকটা বড় হয়েছে। পরিস্থিতি অনেকটা অসহনীয় হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার।
এসময় অতিরিক্ত লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
ঢাকা,রোববার ০৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।