হবিগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজিচালিত অটোরিকশা। নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল সড়কের পাশে খাদে।এ ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।রোববার (৪ জুন) ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – জেলার আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মুসা মিয়া (৬৪), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের জিয়াউর রহমান (৩৬) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দ অটোরিকশা চালক রফিক মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ,রোববার ০৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।