বিদ্যুৎ ভবনে অবস্থান কর্মসূচি পালন করতে পল্টন থেকে যাত্রা শুরু করে ঢাকা জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) সকালে পল্টনে থেকে একটি মিছিল মতিঝিলের বিদ্যুৎ ভবনের দিকে রওনা দেন।
‘অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রধান করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
অবস্থান কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
এ সময় অবস্থান কর্মসূচির থেকে তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী।
ঢাকা,বৃহস্পতিবার ০৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম