গত কয়েকদিন ধরে তীব্র গরমে মধ্যে ছিলেন রাজধানীর মানুষ। সবারই প্রতীক্ষা ছিল একটু স্বস্তির বৃষ্টির। অবশেষে বৃষ্টি নামল।
বৃহস্পতিবার (৮ জুন) কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে মিলেনি কাঙ্ক্ষিত স্বস্তি। তবে শুক্রবার (৯ জুন) সকাল থেকে হওয়া বৃষ্টি ও হালকা বাতাসে প্রত্যাশা পূরণ হয়েছে রাজধানীবাসীর।এদিন সকাল থেকে রাজধানীর পল্টন, শ্যামলী, যাত্রাবাড়ী, মগবাজার, হাতিরঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাসাবো, গুলিস্থান, মতিঝিলসহ বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি ও হালকা বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। এতে তাপমাত্রা কমায় গত কয়েকদিনের তীব্র গরম থেকে মুক্তি পেয়েছেন নগরবাসী।
এদিকে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মজীবীরা বাসায় বসে স্বস্তির বৃষ্টি উপভোগ করতে পারছেন। বৃষ্টিতে ভোগান্তি নিয়ে যানজটের মধ্যে কর্মস্থলে ছুটতে হচ্ছে না তাদের। কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানাচ্ছেন অনেকে।
ঢাকা,শুক্রবার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।