দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ৩০ জিলহজ ১৪৪৪ হিজরি, বুধবার (১৯ জুলাই) জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২০ জুলাই (বৃহস্পতিবার) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।
এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ মহররম অর্থাৎ ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, ১৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। এমতাবস্থায়, ১৯ জুলাই (বুধবার) জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ জুলাই বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ মহররম অর্থাৎ ২৯ জুলাই শনিবার আশুরা পালিত হবে।
ঢাকা,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।