ক্রিকেটপ্রেমী বাঙালিদের কাছে বিশ্বকাপ ট্রফি যেন এক উন্মাদনার নাম হয়ে এসেছে। যার প্রকৃত চিত্র ফুটে উঠেছে বসুন্ধরা শপিংমল সেন্টারে। হাজার হাজার মানুষ ভিড় করেছেন একনজর স্বপ্নের শিরোপা দেখতে। সেজন্য অনেকে দাঁড়িয়েছেন লাইনেও।বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা শপিংমল সেন্টারে সকাল ১১টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বাংলাদেশে সফররত ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তিন দিনের সফরের শেষ দিন আজ। এরপরেই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ট্রফিটি চলে যাবে কুয়েতে।
ক্রীড়া ডেস্ক,বুধবার ০৯ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।