রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক নিহত হয়েছেন। তার নাম শাহজাহান (৩৫)।
শুক্রবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক জানান, বনানী নৌ-সদর দপ্তরের সামনের রাস্তায় একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় রডবোঝাই ওই ট্রাক। এতে ট্রাকের চালক শাহজাহান গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মৃত্যু হয়।
ঢাকা,শুক্রবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।