রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের ১০-১৫ জন শরীরে কাফন জড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে তারা স্থান ত্যাগ করবেন না।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।
দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
ঢাকা,রোববার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।