শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে তা বিদেশে সরিয়ে নেওয়ার (অর্থপাচার) অভিযোগে ঢাকার শ্রম আদালতে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে শ্রম আদালতে আরও একটি মামলা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকালে ১৮ জন শ্রমিক বাদী হয়ে এ মামলা করেন।২০০৬ সালের আগে এসব শ্রমিক গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন৷
আদালত এ মামলায় ইউনূসের নামে সমন জারি করেছেন৷ আগামী ১৬ অক্টোবরে মধ্যে অভিযোগের বিষয়ে ইউনূসকে জবাব দিতে হবে।
মামলা ও সমনের বিষয়ে ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিষয়টি শুনেছি। আদালতের কোনো আদেশ এখনো পাইনি। পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।
ঢাকা,সোমবার ২৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।