রাজধানীর আদর্শনগর মধ্যবাড্ডা রোডে একটি জামিয়াতুল বালাগ আলইসলামিয়া শ-৫৮ মাদ্রাসায় রিফাত খান (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।তিনি ২৪ পাড়া কোরানে হাফেজ ছিলেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামিয়াতুল বালাগ নামে মাদ্রাসাটির আরেক শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে তিনি দেখেন, রিফাত ছটফট করছে। তার বুক জ্বালাপোড়া করছে বলে জানায় সে। তখন মাদ্রাসা শিক্ষকদের জানালে তারা প্রথমে স্বজনদের খবর দেন। পরে স্বজনদের সহযোগিতায় রিফাতকে আলসামি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা,সোমবার ০৪ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।