পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের মদন মোহন আখড়া মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। র্যলীটির নেতৃত্ব দেন মন্দির কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ আখড়া
মন্দীর হয়ে ফের মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জগন্নাথ আখড়া মন্দির কমিটির সভাপতি কমল কৃষ্ণ সাহা গোসাঁই, সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জি, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক কমলেন্দু হাওলাদার, সদস্য সচিব সুখ রঞ্জন তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু, মদন মোহন সেবাশ্রমের যুব কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাস সহ উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে দ্বাপরযুগে কংসেরকারাগারে দেবকির গর্ভে বাসুদেব নন্দন ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহন করেন। ভাদ্রমাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল বলেই প্রতিবছর এই সময় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ০৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।