মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টম্বর) দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩২৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৮.৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি স্থানীয় সময় ১১টা ১১ মিনিটে আঘাত হানে।এদিকে, ভূমিকম্পের সময় ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্র ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘরের দেয়ালের ধ্বংসস্তূপ ও ধুলোর মেঘে ঢাকা শহরের বীভৎস চিত্র ধরা পড়ে ধারণকৃত ভিডিওতে। অন্যদিকে, কম্পনের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য রাস্তায় দৌড়াতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানায়, রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে ছিলেন, তখন ভূমিকম্প হওয়ায় প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকেই। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।