বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে মামুন শেখ (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৯ সেপ্টেম্বর)রাতে পূর্ব সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।মটর সাইকেল ড্রাইভার মামুন শেখ ওই গ্রামের মৃত ফারুক শেখ এর ছেলে।মো: মামুন শেখ এর আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসি। মোরেলগঞ্জ থানা পুলিশ রাতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছেন । মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট,রোববার ১০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।