দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-১।
দুর্নীতি মামলার রায়ে উচ্চ আদালতের নির্দেশে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিন চান আমানউল্লাহ আমান। কিন্তু জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবুল কাশেম।আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানান।
এদিন দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন আমান। এর আগেই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী পুরান ঢাকার আদালত চত্বরে হাজির হন। এরপর পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ তাদের আদালত চত্বর থেকে বের করে দেয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে স্লোগান দেন। প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর এবং সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
ঢাকা,রোববার ১০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।