রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করতে গেছেন ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ তীরে পৌঁছান তিনি।সেখানে বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন ম্যাক্রোঁ। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাক্রোঁ।ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে (সোমবার) ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।
ঢাকা,সোমবার ১১ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।