নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি পানির স্রোতে ভেসে এসেছে। স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। উদ্ধারের পরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নীলফামারী,সোমবার ১১ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।