ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়েছে ফ্রান্স; এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্স ও বাংলাদেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সরকার প্রধান বললেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে।
এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এক সাথে কাজ করতে চায় ফ্রান্স। সেই লক্ষ্যেই বিদ্যুৎ, স্যাটেলাইট ও অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা করা হবে, যা দুই দেশের সম্পর্ক বৃদ্ধি করবে।দুই নেতার বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ এবং সরকারের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যাক্ত করেছেন।
এজন্য রাষ্ট্রপতি ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স সরকার এবং ফ্রান্সের জনগণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ঢাকা,সোমবার ১১ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।