চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বাসের মোট ৫ যাত্রী গুরুতর আহত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সাতকানিয়ার ঠাকুরদীঘি এলাকায় পূরবী ও সৌদিয়া পরিবহনের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, সৌদিয়া ও পূরবী বাস দুইটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পাঁচ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।তিনি জানান, এ সময় চট্টগ্রাম-কক্সবাজার রোগে যানচলাচল সাময়িক বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস এসে দুর্ঘটনা কবলিত বাসগুলোকে রাস্তা থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম,মঙ্গলবার ১২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।