রাজধানীর ডেমরা এলাকা হতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোঃ রবিউল ইসলাম (২৯) এবং তার অন্যতম ০২ সহযোগীকে ০২ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর ডেমরা থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা ১। মোঃ রবিউল ইসলাম (২৯), পিতা-মোঃ খাজাবুদ্দিন ও তার অন্যতম সহযোগী ২। মোঃ শান্ত (১৯), পিতা-মোঃ আবুল হোসেন ও ৩। মোঃ নয়ন (১৬), পিতা-মোঃ সানাউল্লাহ সরকার, সর্বসাং-কাঁচপুর রায়েরটেক, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জদের’কে ১১/০৯/২০২৩ তারিখ ১৯৫৫ ঘটিকায় ০২ টি চোরাই মোটরসাইকেলসহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। এছাড়াও তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।