রাজধানীর রামপুরা কুঞ্জবন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা কুঞ্জবন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষ অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মনিরকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরের সহকর্মী কামাল হোসেন জানান, তারা রামপুরা কুঞ্জবন মনোয়ারা মসজিদের পাশে একটি নির্মাণাধীন সাততলা ভবনে কাজ করছিলেন। মনির রড মিস্ত্রীর কাজ করতেন। সকালে তিনি ছয়তলায় রডের কাজ করছিলেন। সেখান থেকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ফরায়েজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মনিরের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরআগতি গ্রামে। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।