রাজধানীর ওয়ারী এলাকার আলোচিত ডাকাতি মামলার প্রধান পলাতক আসামি আসাদুজ্জামান খান পলাশ (৩৯) কে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করছে র্যাব-৩।
রাজধানীর ওয়ারী থানাধীন এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের প্রধান নেতা আসাদুজ্জামান খান পলাশ (৩৯), পিতা-ইসকান্দার আলী মাষ্টার, সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি’কে ১২/০৯/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ডাকাত সর্দার আসাদ তার দলের অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে ঘুরে বেড়াত এবং ডাকাতির জন্য রেকী পূর্বক বিভিন্ন বাড়ি টার্গেট করত। পরবর্তীতে তাদের রেকীর টার্গেট অনুযায়ী ধৃত আসাদ উক্ত দলের অন্যান্য সহযোগীদের একত্র করে টার্গেটকৃত বাড়িগুলোতে ডাকাতির জন্য গোপনে প্রস্তুতি গ্রহণ করত। এরপর পরিকল্পনা অনুযায়ী সময় সুযোগবুঝে টার্গেটকৃত বাড়িতে বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে ডাকাতি করত। ধৃত আসামি ডাকাত গ্রুপের সর্দার এবং তার নামে রাজধানীর কদমতলী থানায় ২০১৬ সালে একটি ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে ২০২২ সালে ১৭ বছর সাজা প্রদান করলে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে পুনরায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এক পর্যায়ে র্যাবের জালে আটক হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঢাকা,বুধবার ১৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।