আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিজিবির মহা পরিচালক মো. আবুল হোসেন দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আইনজীবী সমিতিতে এসভা অনুষ্ঠিত হয়। চৌকি আদালতের সভাপতি এ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক বিজিবির মহাপরিচালক আবুল হোসেন। এসময় এ্যাডভোকেট খোরর্শেদ আলম, এ্যাডভোকেট মনির হোসেন, এ্যাডভোকেট সেলিম, এ্যাডভোকেট ইকবাল হোসেন, এ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার, এ্যাডভোকেট রফিকুল ইসলাম চানসহ অন্যারা উপস্থিত
ছিলেন।
সঞ্জয় ব্যানার্জী পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ১৪ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।