পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজার্তিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে সমুদ্র সৈতক পরিচ্ছনতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সমুদ্রগামী কয়েক’শ জেলে, মাঝি, ট্রলার মালিক, আড়ৎদার ও ব্লু-গার্ড সদস্যরা অংশগ্রহন করেন। মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ এর আয়োজন করে। আনুষ্ঠানের সভাতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর উপ-পরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক মো.ইয়াছিন, এসসিএম এফপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সঞ্জীব সন্ন্যামত। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আপু সাহাসহ কুয়াকাটা নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন আন্তজার্তিক গবেষনা সংস্থা ওয়র্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ১৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।