লিবিয়ায় প্রলয়ঙ্করী দুর্যোগে ১১ হাজারের বেশি মরদেহ উদ্ধার হলো। প্রশাসনের আশঙ্কা, সংখ্যাটি ২০ হাজার ছাড়াতে পারে। খবর রয়টার্সের।
ঘূর্ণিঝড় দানিয়েলের তাণ্ডবে মৃত্যুনগরীতে পরিণত হয়েছে লিবিয়া। এখনও নিখোঁজ ১০ হাজারের মতো বাসিন্দা। ভূমধ্যসাগর তীরের দেরনা শহর পুরোপুরি বিধ্বস্ত। দুটি বাঁধ ভেঙ্গে সুনামির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। শহরের সিংহভাগ এলাকা ভেঙ্গেচুরে ভাসিয়ে নেয় প্রবল স্রোত।লিবিয়ান রেড ক্রিসেন্ট ইতোমধ্যে বলছে, দশ হাজার লোক অন্তত নিখোঁজ রয়েছেন। নতুন খবর হলো আল-বায়েদা মেডিকেল সেন্টারের পরিচালক আব্দুল রহিম মাজিকের শঙ্কা, বন্যায় প্রাণহানি বেড়ে ২০ হাজারে গিয়ে দাঁড়াতে পারে।
দ্য গার্ডিয়ান জানায়, বন্যা-ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাগুলোয় এখনো মরদেহ সড়কে পড়ে রয়েছে। পানীয় জলের অভাব দেখা দিয়েছে।
উদ্ধারকর্মীদের আশঙ্কা, নিখোঁজদের সবাই সাগরে ভেসে গেছে। তাদের মরদেহ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ধ্বংসাবশেষ সরিয়েও চলছে তল্লাশি। গুঁড়িয়ে গেছে ২২শ’র বেশি ঘরবাড়ি-স্থাপনা। প্রশাসনের আশঙ্কা, দুর্গত এলাকাগুলোয় পরবর্তী চ্যালেঞ্জ হবে পানিবাহিত সংক্রামক রোগ মোকাবেলা। এরইমধ্যে ভুক্তভোগীদের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে দেশটির বিবদমান পক্ষগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৫ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।