কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ বলছে, এই সংখ্যা বাড়তে পারে।
খবর আল জাজিরা।
রোববার মোঙ্গালা প্রদেশে কঙ্গো নদীর ধারে লিসাল শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান, নাগরিক সমাজের সংগঠন ফোর্সেস ভাইবসের প্রেসিডেন্ট ম্যাথিউ মোলে। ভুক্তভোগীরা পাহাড়ের পাদদেশে তৈরি বাড়িতে বসবাস করতেন।
একই দিন তিনি বলেন, মুষলধারে বর্ষণ অনেক ক্ষতি করেছে। এর মধ্যে ভূমিধসের ঘটনাও রয়েছে। ভূমিধস কয়েকটি বাড়ি গ্রাস করেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে মরদেহ থাকায় মোট সংখ্যা এখনো স্থির নয়। গভর্নর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ১৮ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।