বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার(৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কেউ প্রতিবাদ করবে না।
এ সময় শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।মন্ত্রী বলেন, সেদিন সচিবালয়ে আমরা সবাই খুব উৎফুল্ল ছিলাম। ৬৮ বছর পর মোংলা বন্দরের জন্য একটি ক্রেন কিনেছি। ওখানে তখন চুক্তি সই হচ্ছিল। সে কারণে বক্তৃতার সময় আমি খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলাম।’তিনি আরও বলেন,’ তখন এক সাংবাদিক দুর্ঘটনার বিষয়ে জানতে চান। বিষয়টি আমার জানা ছিল না। তারপরেও নানাভাবে কথা বলানোর চেষ্টা করেন সাংবাদিকরা। তখন আমি কিছুটা হাসিখুশিভাবে কথা বলেছি। এ ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
শাজহান খান বলেন, ‘বেপরোয়া গাড়ি চালিয়ে যে ২ শিক্ষার্থী মারা গেলো তাদের শাস্তি হলে এই ব্যপারে আমার সংগঠন এবং আমার পক্ষ থেকে কোন প্রতিবাদ হবে না। আমরা সরকারকে বলতে চাই এই বিষয়ে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।’
ঢাকা,মঙ্গলবার,৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।