গাইবান্ধা,প্রতিনিধি,৩০ আগষ্ট।।গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজু মিয়াকে (৩২) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাচিয়া মীরগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত কাউন্সিলরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এলাকায় নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফিরছিলেন সাজু মিয়া। পথে চাচিয়া মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে তারা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, আহত কাউন্সিলরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা,বৃহস্পতিবার,৩০ আগস্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।