কর্মজীবী থেকে শুরু করে সবাই আমরা কমবেশি চা খেয়ে থাকি। সবাই টি ব্যাগটাই বেশি ব্যবহার করে। সেক্ষেত্রে দেখা যায়, আমরা টি ব্যাগ একবারের বেশি আর ব্যবহার করতে পারি না, তাই ফেলে দেই। কিন্তু এই টি ব্যাগই আমাদের অনেক উপকারে আসে। যা জানলে অবাক হবেন আপনি। আসুন জেনে নেয়া যা টি ব্যাগের জাদুকরী গুণ।
চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টি ব্যাগ
আপনার চুল যদি নিস্তেজ ও প্রাণহীন হয়ে থাকে তাহলে চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আছে দারুণ একটি উপায়। তা হল ব্যবহার করা কয়েকটি টি ব্যাগ আবার পানিতে ফুটিয়ে নিন। তারপর সেই পানি ঠাণ্ডা করে আপনার চুলের গোঁড়া থাকে চুলের শেষ প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন।
কালার করা চুলের চাকচিক্য আরও বাড়াতে
আপনার চুল যদি কালার করা থাকে তাহলে তার উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াতে ব্যবহার করা টি ব্যাগ কিন্তু দারুণ উপকারী। ব্যবহার করা টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি ঠাণ্ডা করে চুলে লাগিয়ে নিন তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন পর পর এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন।
পায়ের গন্ধ সারাতে টি ব্যাগ
অনেকের পায়েই গন্ধ হয়ে থাকে যা খুব অস্বস্তিকর। এই সমস্যা থেকে বাঁচার একটি সহজ উপায় হল ব্যবহার করা টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি কিছুটা ঠাণ্ডা করে তাতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। দেখবেন পায়ের বাজে গন্ধ গায়েব হয়ে যাবে এবং ব্যাকটেরিয়াও ধ্বংস হবে।
ত্বকের টোনার হিসেবে ব্যবহার করতে পারেন
টি ব্যাগ আপনি ব্যবহার করতে পারেন রূপচর্চায়ও। ত্বককে টোনিং করতে টি ব্যাগ খুব ভাল। একটি ব্যবহার করা টি ব্যাগ নিয়ে আপনার ত্বকে ম্যাসাজ করুন। তারপর ত্বক শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
গাছের সার হিসেবেও ব্যবহার করতে পারেন
আপনার বাসায় যদি গাছ থেকে থাকে তাহলে টি ব্যাগ না ফেলে দিয়ে তা গাছের গোঁড়ায় দিয়ে দিন। তবে টি ব্যাগ থেকে চা পাতা বের করে নিন প্রথমে।
পুড়ে যাওয়া স্থানের ব্যথা কমিয়ে দেয়
আপনার দেহের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে সেখানে আপনি টি ব্যাগ রেখে দিন ২০ মিনিট। তবে টি ব্যাগ টি অবশ্যই ঠাণ্ডা হতে হবে। টি ব্যাগের শীতলতা পোড়া স্থানের ব্যথা কমিয়ে দিবে এবং ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করবে।
পোকা-মাকড়ের কামড় সাড়িয়ে তোলে
চায়ের এন্টি-ইনফ্লেমাটরি ও এন্টি-এলিয়াসিং উপাদান পোকা-মাকড়ের কামড়ের জ্বালা-পোড়া কমিয়ে দেয় পাশাপাশি চুলকানি, লালভাবও কমিয়ে দেয়। যেখানে কামড় দিয়েছে সেখানে ১০ মিনিট একটি ব্যবহার করা টি ব্যাগ রেখে দিন, উপকারিতা পাবেন।
মাড়ির রক্তপাত ও ব্যথা কমাতে
অনেকেরই দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হয় ও সাথে থাকে খুব ব্যথা। এই রক্তপাত ও ব্যথা কমাতে মাড়ির সমস্যায় আক্রান্ত জায়গায় ব্যবহার করা টি ব্যাগ দিয়ে মুখ দিয়ে চেপে রাখুন। চায়ের প্রাকৃতিক উপাদান মাড়ির রক্তপাত ও ব্যথা কমাতে সাহায্য করবে।
চোখের অঞ্জনি সমস্যা রোধ করে
অনেকের চোখেই অঞ্জনি হয়ে থাকে। যা হলে চোখ অনেক ফুলে থাকে ও সাথে ব্যথাও থাকে। এই সমস্যার সমাধান রোধ করতে আক্রান্ত জায়গায় একটি হালকা গরম টি ব্যাগ দিয়ে রাখুন ১৫ মিনিট প্রতিদিন ৩ বেলা। চায়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান চোখের এই সমস্যা সারাতে সাহায্য করে।
সুত্র: সময় নিউজ
লাইফস্টাইল,বুধবার, ০৩ অক্টোবর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।