রাজধানীর উত্তরায় এক শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় জনতা। আজ বুধবার দুপুর ১২টা থেকে রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। তাদের দাবি পুলিশ ইচ্ছেকৃতভাবেই আসামিকে গ্রেপ্তার করছে না! এমনকি প্রথমে মামলা নিতেও গড়িমসি করার অভিযোগ করে এলাকাবাসী |
স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুর পরিবারের অভিযোগ, সাত বছরের শিশু রিফাত তার বন্ধুদের সঙ্গে স্থানীয় এক বাড়িতে খেলতে গেলে বাড়িওয়ালা তাদের মারধর করে। মারধরের ফলে শিশু রিফাতের মৃত্যু হয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা বাড়ির পানির ট্যাংকিতে ফেলে দেয় রিফাতের মরদেহ। উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে।গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মরদেহ এখনো দাফন করেনি পরিবার। অন্যদিকে অভিযুক্ত বাড়িওয়ালা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিতেও কালক্ষেপণ করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।এদিকে নিহত রিফাতের স্বজন শাহীন ইসলাম কুদরত বলেন, ‘গতকাল আমরা থানায় মামলা করতে গেলে দক্ষিণখান থানার ওসি মামলা নেননি। পরে আমরা লাশ নিয়ে বিক্ষোভ করলে রাত ১২ টার দিকে মামলা নেয়।’ প্রথমে অভিযুক্তকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।শাহীন বলেন, ‘কাল রাতে মামলা নিলেও এখনো আসামিকে গ্রেপ্তার করছে না পুলিশ। আমরা আসামির গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই, সেই জন্য এখনো রিফাতের লাশ দাফন করা হয়নি| মামলা নেওয়ার দাবি ও আসামিকে গ্রেপ্তার করার জন্য কাল রাতে র্যাব ১-এর দপ্তরের সামনেও বিক্ষোভ করা হয় বলে জানান তিনি। বিক্ষোভের মুখে পরে দক্ষিণখান থানা রাত ১২টার দিকে মামলা নেয়।
ঢাকা,বুধবার,২৭ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।