লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা চলবে।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মাসব্যাপী চলা প্রাণের মেলা আজ শেষ হওয়ার কথা ছিল।গত ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মতো এবারও আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
ঢাকা,বৃহস্পতিবার,২৮ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।