বনানীর আগুনের ঘটনায় করা মামলার তদন্ত ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এর আগে শনিবার রাতে ভবনের অবৈধ অংশের মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি এ কে এম তাসভিরুল ইসলাম ও জমির মালিক এস এম এইচ আই ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।আগুনের ঘটনায় বনানী থানার দায়ের মামলায় রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পরই জামির মালিক বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফারুককে গ্রেফতার করে পুলিশ। আগুনের ঘটনায় বনানী থানায় করা ফৌজদারি মামলার অপর আসামি রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বর্তমানে দেশের বাইরে আছে।গত ২৮ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে। অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা,রোববার,৩১ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।