দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন তিনি। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের অন্তত ৮ হাজার অতিথি অংশ নিয়েছেন।মোদি শপথ নেওয়ার পর একে একে শপথ নিতে থাকেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার,৩০ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।