চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও যাওয়ার পথে হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে পণ্যভর্তি অন্তত ৪৩টি কন্টেইনার সাগরে পড়ে গেছে।রোববার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে করিম শিপিং লাইনসের ‘কেএসএল গ্লাডিয়েটর’ নামের একটি ছোট কনটেইনার জাহাজে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে নিয়ে যাওয়ার সময় হাতিয়ার লাল বয়ার কাছে ৪৩টি কনটেইনার পানিতে পড়ে যায়।
বন্দর কর্মকর্তারা জানান, শনিবার (২৯ জুন) দিবাগত রাতে কেএসএল গ্ল্যাটিয়টর নামের জাহাজটি ৮৩টি কন্টেইনার নিয়ে পানগাঁও বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। কিন্তু ভোর ৬টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙ্গর অতিক্রম করে হাতিয়া চ্যানেলে পৌঁছালে হঠাৎ করে কন্টেইনারগুলো সাগরে পড়ে যেতে শুরু করে। এসময় জাহাজটিও ভারসাম্যহীন হয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত ৪৩টির মতো কন্টেইনার সাগরে পড়ে যায়।ওই এলাকায় নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এরপর নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে।
চট্টগ্রাম,রোববার,৩০ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।