রাজধানী ঢাকার গ্রিনরোডে কমফোর্ট হাসপাতালে রোগীদের অপেক্ষমাণ রুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন মো. ফয়েজ (২৩), রাসেল (৩০), লতিফ (২০) ও সুজন (১৯)।দগ্ধ রাসেল জানান, তাঁরা গ্রিন রোডের চারতলায় আর টেক্স ডেকোরেশনের কর্মী। ওই ভবনেরই নিচতলায় ডেকোরেশনের কাজ করছিলেন তাঁরা। সকালে কাজ করার সময় হঠাৎ ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে তাঁরা চারজনই দগ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত চারজনই বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। তাঁদের শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা,শুক্রবার,২৮ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।