রাজধানীর হাজারীবাগে চা দোকানি এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত সাড়ে দশটার দিকে এ হত্যাকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা বলছে, ১৫ জনের একটি দল একাকি বাসায় ফেরার পথে উপুর্যপুরি ছুরিকাঘাত করে ফেলে যায় তাকে। পরে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহতের নাম ইয়াসিন (১৬)।নিহত ইয়াছিনের মা বলেন, ‘দুপুরে ভাত খেয়ে গেছে। রাতে ছুটি হওয়ার পর আসার সময় কয়েকজন ধরে ইচ্ছামত কুপাইছে।’
ইয়াছিনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার পিঠে গভীর ৪টি ছুরিকাঘাতে জখম রয়েছে। স্থানীয়রা বলছেন, হাজারীবাগের টালি অফিস এলাকার বাংলা সড়কে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একাকী ইয়াছিনের ওপর হামলা চালায় ১৫ জনের একটি গ্রুপ।
ঢাকা,রোববার,৩০ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।