সিনিয়র রিপোর্টার,ঢাকা:বাইক প্রেমীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো বহু আকাঙ্খিত সুপার স্পোর্টস বাইক নিনজা ও জেদ নিয়ে এসেছে কাওয়াসাকি। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বাইক দুটি দেশের বাজারে জন্য উন্মোচন করা হয়।
এই সময় অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশে পরিচালক কোসুকি ইয়সিদা এবং অপারেশন ম্যানেজার সাফাত কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এ বি এস) বাইক দুটি উন্মোচন করেন এই সময় গণমাধ্যমকর্মী বাইক প্রেমিকসহ শুভাকাঙ্খীদের ব্যাপক সমাগম ছিল।
বাইক প্রেমীরা বলেন, দেশের মোটরসাইকেল শিল্পে নতুন বাইক ২টি অনন্য উচ্চতায় নিয়ে যাবে।অতুলনীয় পারফর্মেন্স ও ভালো মানের জন্য দেশের পণ্য প্রতিযোগী বাইক গুলোর তুলনায় সুপার স্পোর্ট বাইক দুটি এগিয়ে যাবে।
কাওয়াসাকি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে ধরা বলেন বাংলাদেশে মোটর সালের মোটর বাইকের ইঞ্জিন সক্ষমতা ২৫০ সি সি করা হলে ভবিষ্যতে আরও সাড়া জাগানো বাইক দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) এবং কাওয়াসাকি জেড১২৫ (এবিএস) নামের এই বাক্যটি রাজধানীর ইস্কাটনের ফ্লাগশিপ শোরুম ও রামপুরা ডিলার পয়েন্টে পাওয়া যাবে চলতি বছরের আগস্ট এর ১ তারিখ থেকে বাইক দুটি এ শোরুমগুলোতে মিলবে।
১৯৪৯ সালে যাত্রা শুরু করা কাওয়াসাকি অন্য বাইকের থেকে আলাদা নামে পরিচিত মূলত এর ইঞ্জিনিয়ার কারণে। তাকে এয়ারক্রাফট কোম্পানীর ঔষধের সহায়তায় কাওয়াসাকি যাত্রা শুরু করে।অনেকদিন ধরে তারা নতুন মডেলের অসংখ্য মোটর বাইক বাজারে নিয়ে আসছে।
কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) বাইকের মূল্য রাখা হয়েছে চার লাখ ৯৯ হাজার টাকা ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) বাইকটার মূল্য রাখা হয়েছে চার লাখ ৬৯ হাজার টাকা।
২০১৮ সাল থেকে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে এশিয়ান মোটরবাইক লিমিটেড।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
তথ্য-প্রযুক্তি ডেস্ক,বুধবার, ৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।