রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) এবং প্রটেকশন শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এই ঘটনা ঘটে। দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে কনস্টেবল আমিনুলের হাতের আঙুলে এবং এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক এএসআই খাইরুল ইসলাম সোহাগ জানান, এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলামের প্রোটোকলের দায়িত্বে ছিলেন এএসআই শাহবুদ্দিন। শনিবার রাতে রাজধানীর ল্যাবরেটরি মোড়ে মন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। এসময় পুলিশের এএসআই শাহবুদ্দিন গাড়ি থেকে নেমে যানজট সৃষ্টিকারী গাড়িগুলো সরানোর জন্য যাচ্ছিলেন, সেই সময় রাস্তায় কলটেল সদৃশ কিছু একটা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই এএসআই শাহবুদ্দিনসহ ওই স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা কনেস্টবল আমিনুল গুরুত্বর আহত হন।
তাদের উদ্ধার করে তাক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা,শনিবার, ৩১ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।