গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. নাসিরউদ্দিনের পদত্যাগের খবরে ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে ক্যাম্পাসে ভিসির পদত্যাগের গুঞ্জন ভাসতে থাকে। সন্ধ্যায় ভিসির পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জয় বাংলা চত্বরে সমবেত হয়। বাঁধভাঙা জোয়ারের মতো শিক্ষার্থীরা মিছিল সহকারে জয় বাংলা চত্বরে জমা হয়। পরে সেখানে সবাই মিলে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। মেতেছেন রং খেলায়। যে যার মতো করে আনন্দ-উল্লাস প্রকাশ করছেন।
১৯ সেপ্টেম্বর থেকে দীর্ঘ ১২ দিন একটানা ভিসি প্রফেসর ড. নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তারা (শিক্ষার্থীরা) ভিসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ এনে লাগাতার কর্মসূচি পালন করেন। তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনশন, অবস্থান ধর্মঘট, ঝাড়ু মিছিল, মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রেস ব্রিফিং, ভিসির দুর্নীতির পোস্টার প্রদর্শনী, ভিসির ব্যাঙ্গাত্মক চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করেন।
গোপালগঞ্জ,সোমবার, ৩০ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।