ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পাঁচশতাধিত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. শামছুল হক মনু। বৃহস্পতিবার দুপুরে শহরের জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে সবেদা গাছের চারা তুলে দেন মো. শামছুল হক মনু। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি বান নাহার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন খলিফা। শামছুল হক মনু বেশ কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন স্থানে ফলজ, বনজ বৃক্ষ বিতরন ও রোপন করে আসছেন। তিনি এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাচিয়ে সবুজে পরিনত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজের অসহায় দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা মিটিয়ে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে এ বৃক্ষ রোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃক্ষ রোপন ছাড়াও তিনি বিভিন্ন সামাজির কর্মকান্ড
পরিচালনা করে আসছেন।
রোটারিয়ান মো. শামছুল হক মনু বলেন,‘ সুন্দর এ পৃথীবিকে বসবাস যোগ্য করতে প্রত্যেকে বেশি করে গাছ লাগানো দরকার। আর গাছ মানুষের প্রকৃত বন্ধু। তাই আমি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠা বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি।
এস এম রেজাউল করিম, ঝালকাঠি।
ঝালকাঠি,বৃহস্পতিবার,২৪ অক্টোবর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।