গ্রেফতারের ৪ ঘণ্টা পর জামিন পেয়েছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকন।বেগম জিয়ার মুক্তির দাবিতে গত মঙ্গলবার হাইকোর্টের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপির মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। পুলিশ প্রথমে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করলেও শুনেনি তারা। এরপর পুলিশ অ্যাকশনে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই দলটির মহাসচিবসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেফতার এড়াতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হাইকোর্টে হাজির হয়ে জামিন চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। শুনানি শেষে তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন আদালত।এদিকে এ মামলায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ । গ্রেফতার করা হয় দলটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে। এর কয়েক ঘণ্টার মাথায় মূখ্যমহানগর হাকিম আদালত থেকে জামিন পান তারা।
ঢাকা,বৃহস্পতিবার,২৮ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।