২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১ জানুয়ারি সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ বা ‘বই উৎসব’ উদযাপন করা হবে।গণভবনে আজ শনিবার সকাল ১০টায় বই এর কপি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর মাধ্যমেই ২০১৮ সালের বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হলো।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।এ সময় শিক্ষামন্ত্রী জানান, এ বছর ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১শ ৬২ টি বই বিনামূল্যে সারাদেশে বছরের প্রথম দিন বিতরণ করা হবে।এরপর, পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীকে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে পরীক্ষায় পাসের হার ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা। এসময় মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঢাকা,শনিবার,৩০ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।