বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন না দেওয়ায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন রাজধানীসহ দেশের মহানগর ও জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।ঢাকায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা,বৃহস্পতিবার,২৭ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।