ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রীও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।গত ২৯ মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী।
রোববার (৩১ মে) বিভিন্ন গণমাধ্যমকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংগ্রাম করছি। এখন জ্বর নেই। কাশি আছে। বুকে কফ আটকে আছে। একটু শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন নিচ্ছি। মানুষের এই বিপদের দিনে বহু কাজ করতে হবে। অনেক কিছু করা বাকি। কিটের এখনও অনুমোদন হলো না। দোয়া করবেন যেন দ্রুত কাজ শুরু করতে পারি।
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরীন হকের জ্বর রয়েছে। রোববার সন্ধ্যায় তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা,রোববার,৩১ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।