সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করেনা আর করবেও না। বিচার বিভাগ স্বাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার সকালে সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে ‘বিশ্ব আইনি সহায়তা দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভবিষ্যতে বিনাবিচারে কোন আসামিও আর কারাগারে থাকবে না বলে জানান আইনমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করেনা আর করবেও না। বিচার বিভাগ স্বাধীন।
সাংবাদিকদের সামনে তিনি আরো বলেন, ‘বিনা বিচারে এবং বিনা কারণে কেউ যাতে কারাগারে আটক না থাকে সেই বিষয় গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।
ঢাকা,বুধবার, ২৬ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।