রাজধানীর পূর্ব রাজাবাজারের ২১ দিন লকডাউন শেষে মঙ্গলবার রাতে খুলে দেওয়া হচ্ছে পূর্ব রাজাবাজারের বন্ধ থাকা সব রাস্তা।করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন বা লাল (উচ্চ ঝুঁকিপূর্ণ), হলুদ (মাঝারি ঝুঁকিপূর্ণ) ও সবুজ (নিম্ন ঝুঁকিপূর্ণ) এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় ৯ জুন দিবাগত রাত অর্থাৎ ১০ জুন প্রথম প্রহর থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে ১৪ দিনের লকডাউন শুরু হয়। পরে লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়।
ঢাকা,মঙ্গলবার,৩০ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।